প্রতিটা লাইনে সাতটি করে শব্দ বা ধ্বনি।
চিন্তে মনে মনে ভাবি শুধু ক্ষণে ক্ষণে।
থাকি সদা অতি কষ্টে, পাবো তার তল?
মন ভাঙে বারে বার , ঝরে চোখে জল।
অন্ত কোন তলে খুঁজি এই সন্ধি ক্ষণে।
বিঁধে প্রশ্ন বান, শাপ ঘুচে কার সনে?
কি হবে জ্ঞান? টাকা বিনে নেই দাম?
শিক্ষা যত থাক তব নেই কোন নাম।
লোকে বলে টাকা বিনে শিক্ষা ঘোর বনে।
নেই মূল্য জ্ঞান, যেন টাকা সব কিছু।
যত পড়ো মান বাদে ক্লেশ করে পিছু।
হও তুমি যত জ্ঞানী, মূল্য নাহি দিবে।
বৃথা জন্ম তব, সুষ্ঠু এক কর্ম বিনে।
মাথা ভরা টাক, বুড়ো তুমি মেয়ে দিবে?
মিছা ঘোরা ভবে, দাম নেই টাকা বিনে।
Very interesting topic, thanks for posting.Blog money