• আজ- শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

বিশ্ব কবিতা দিবস

ফারুক আহম্মেদ জীবন / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

add 1
  • ফারুক আহম্মেদ জীবন

আজ নাকি বিশ্ব কবিতা দিবস….
ভাবতেই না..হঠাৎ আমার মনের অজান্তেই
কেমন যেনো আকস্মিক ভাবেই
বুকের পাঁজর-টা ছেদ করে বেরিয়ে এলো
এক আশাহীন জীবনের
দুঃখ কষ্ট আর নিরাশাতে ঘেরা এক দীর্ঘশ্বাস।
আর তা-বেরুবেই বা-না কেনো বলো?
আজ যে কবিতা দিবস বিশ্বে পালন করা হচ্ছে
সেই কবিতা যেসব গুণী কবিদের সৃষ্টি
যাদের কাব্য মালার ছন্দের মধুময় মিষ্টি গন্ধে
সাহিত্য রসে মন আনন্দে নেচে ওঠে
মেটে অগণিত পাঠক-পাঠিকাদের মনো তৃষ্ণা
কোন দেশের কর্ণধাররা কি কখনো
তাদের দিকে একটু সহানুভূতির সুদৃষ্টি দিচ্ছে?
হাতে গুনা সামান্য কিছু মুষ্টিমেয় কবি ছাড়া
অধিকাংশ কবির জীবন-যে কাটে
হা-হুতাশে ভরা ঘোর অমাবস্যার অন্ধকারে
ভীষণ দারিদ্রতা আর অসচ্ছলতায়
লেখাটুকুও প্রকাশ করতে দরকার শুধুই টাকা,
অথচ তাদের সে লেখা-থেকে
কবিদের নূন্যতমও কোন উপার্জন আসেনা
কবিদের পেটে ক্ষুধা পকেটও থাকে বড্ড ফাঁকা।
কবিরা যা-পাই, তা কেবল শুধুই
পাঠক ভক্তদের থেকে হাতে তালি আর বাহ্ বাহ্
ব্যস! এ পর্যন্তই…আর একটু ভালোবাসা…
কিন্তু, এতেই কি কবির জীবন চলে?
বাস্তবতার সাংসারিক জীবনটা যে বড়োই কঠিন
হ্যাঁ ! আজ নাকি বিশ্ব কবিতা দিবস!
কবিদের নুন আনতে পান্তা ফুরায় সেটা দেখেনা
কেউ নেই…কেউ নেই যেনো দেখার…
যারা জ্ঞান দ্বীপ জ্বালে একনিষ্ঠ সততার সাথে
সুদৃঢ় কন্ঠে অকুতোভয় মনে সত্য বলে
সকল মিথ্যা দেশও সমাজের অন্যায়ের বিরুদ্ধে
নির্ভীক বলিষ্ঠ ভাবে যাদের কলম চলে,
তারা হয়তো পাবে হ্যাঁ, তারা হয়তো পাবে কিছু… তবে- তা মৃত্যুর পর গেলে মাটির তলে…
যা-সেদিন আর তাদের কোন কাজেই লাগবে না
আর তা-হলো মরণোত্তর পদক
আর তাদের ভক্তদের কাছ থেকে পাওয়া সম্মান
কিছু খ্যাতি আর নাম যশ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (বিকাল ৫:৩৭)
  • ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৬ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT