বিজয় তুমি ঊষার আকাশে রক্ত লাল ররি,
বিজয় তুমি হৃদয়ে আঁকা ভালোবাসার ছবি।
বিজয় তুমি ত্রিশ লক্ষ শহিদের প্রাণ ছায়া,
বিজয় তুমি আমার মায়ের স্নিগ্ধ মুখের মায়া।
বিজয় তুমি বিরাঙ্গনার কান্না মাখানো মুখ,
দেশকে স্বাধীন করিতে যাহারা পেয়েছিলো কত দুখ।
বিজয় তুমি আমার দেশের তিনশত জ্ঞানী প্রাণ,
তোমার জন্য সঁপেছিল যারা আপনার প্রিয় জান।
বিজয় তুমি নুর মোহাম্মদ, জাহাঙ্গির, মতিউর,
বিজয় তুমি রুহুল আমিন, মোস্তফা, হামিদুর।
বিজয় তুমি বঙ্গবন্ধুর হৃদয়ে আঁকানো আশা,
বিজয় তুমি কোটি বাঙালির হৃদয়ের ভালোবাসা।
বিজয় তুমি শ্যামল বাংলার পটীয়সী রমণী,
তোমার কোলে মাথা রেখে যেন মরি ওগো জননী।