এলো বর্ষার মৌসুম আনন্দে যেনো চৌচির
দুষ্ট বালকের দল।
চুরুবে এবার মাছের পোনা
ধরবো মনের সুখে।
খেলবো এবার সকাল দুপুর
বাধা দিবে কে এসে।
বর্ষাকাল এলো বৃষ্টি নিয়ে
বালকের দল ছুটলো বিলে
মাছ ধরবে কে কত
বায়না শুধু তাই নিয়ে।
সকাল দুপুর বিকাল সাঁঝে
খেলবো এবার মনে সুখে।
করবো যে গান দল বেঁধে
এলো বর্ষা কাল বৃষ্টি নিয়ে।
শব্দ অতি তীব্র কানফাটা সে আওয়াজ
হুড়মুড়িয়ে শব্দে মেঘ করল গর্জন।
রহিম করিম কোথায় তোরা?
চলনা এবার দলবেঁধে
মাছ ধরতে খালে বিলে।
কে দিবে আর বাধা বৃষ্টি পড়ছে ঝনঝনিয়ে
মায়ের মুখ যে বাধা।