গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ সোনালী ফসলের মাঠ,
কৃষক ঘরে তুলছে স্বপ্ন মুখে মধুর হাসি!
বৃষ্টি সিন্ধ বর্ষা আসতে বেশ ক, দিন বাকি।
টানা বৃষ্টির পরশে জেগে উঠছে প্রকৃতি,
বর্ষার নতুন পানিতে ভরে গেছে খাল – বিল!
সবুজ মাঠে পথ- ঘাটে উঁকি দিচ্ছে ঘাসফুল।
প্রেয়সীর হাতের মুঠোয় বৃষ্টি ভেজা কদম,
স্বাগত জানায় বর্ষার আগমন।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে সুগন্ধি বেলি,
বকুলের ঘ্রাণে মুখরিত প্রাণ তাইতো বলি বর্ষা প্রকৃতির রানী!!!
সূর্যের সোনালী আভা পাতার ফাঁকে ফাঁকে,
সৌন্দর্য বাড়িয়ে দেয় পদ্ম ফুলের মাঝে।
থই-থই জলে পুকুর খাল- বিলে ফুটে শাপলা রাশি- রাশি,
প্রেয়সীরা বানায় মালা কানের দুল স্বাগত জানায় বর্ষার হাসি!
প্রকৃতির নান্দনিক সৌন্দর্য ফুটে উঠে- কচুরিপানার ফুল,
বর্ষার সবুজ পাতার ফাঁকে উকি মারে বেগুনি কলমি ফুল।