হৃদয় মাঝে আাছে সবার
বঙ্গবন্ধুর নাম,
জাগিয়ে তুলেছে সবার প্রাণে
স্বাধীনতার সংগ্রাম।
রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যেদিন
দিয়েছিল মুক্তির ভাষণ
দলবদ্ধ হয়ে লক্ষাধিক মানুষ
পেয়েছিল সাহসের আসন।
বঙ্গবন্ধুর ভাষণে জনতা সবাই
হয়েছিল দলবদ্ধ
বাংলার সৈন্যদের দেখে মিলিটারি
ভয়ে হয়েছিল বাকরুদ্ধ।