ডিজিটাল যুগে একে অন্যের সাথে যুক্ত থাকার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষত ফেসবুক। সারা বিশ্বে ৩ বিলিয়নেরও বেশি মানুষ মাসে সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করেন। বাংলাদেশেও সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক, যেখানে ৬ কোটি ৩৯ লাখেরও বেশি মানুষ এটি ব্যবহার করছেন।
ফেসবুক ব্যবহারকারীদের অনেকের ফিডে ভিডিও অটোপ্লে হয়, আবার অনেকের ক্ষেত্রে ভিডিও চালাতে ট্যাপ করতে হয়। অটোপ্লে ফাংশনটি ‘অন’ বা ‘অফ’ রাখা সম্পূর্ণই ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় সেটিংস পরিবর্তন করতে পারেন।
এটি চালু বা বন্ধ করতে প্রথমে প্রোফাইল পিকচারে ক্লিক করে ‘সেটিংস এন্ড প্রাইভেসি’ সিলেক্ট করতে হবে। এরপর ‘সেটিংস’-এ গিয়ে ‘প্রেফেরেন্স’ সেকশনের ‘মিডিয়া’ অপশন থেকে ‘অটোপ্লে’ সেকশনে পাওয়া তিনটি অপশনের মধ্যে যেকোনো একটি সিলেক্ট করতে হবে।
‘নেভার অটোপ্লে ভিডিওজ’ সিলেক্ট করলে ভিডিও অটোপ্লে বন্ধ হবে। আর ‘অন মোবাইল ডেটা এন্ড ওয়াই-ফাই’ বা ‘অন ওয়াই-ফাই অনলি’ অপশন সিলেক্ট করলে অটোপ্লে চালু থাকবে।