• আজ- শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

ফিলিস্তিনের মজলুম

মো. রুহুল কুদ্দুস / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
কবিতা

add 1
  • মো. রুহুল কুদ্দুস

কতকাল ধরিয়া লোহিত লস্যের তটিনীর
লহরী প্রবাহিত হইবে ফিলিস্তিনে!
কত অঙ্গনা, কত মরদ, শিশু-বৃদ্ধ
শহীদ হইবে নিত্য প্রত্যহে!

মম ভাত্রের,মদীয় ভগনীর কায়া
স্বীয় আঠালো রুধিরে ভাঁসিতেছে,
কেহো আবার বাস্তু,খাদ্য, প্রিয়জন হারাইয়া
অনাহারে-দুর্দশায় নিরন্তন ভুগিতেছে।

অস্রখেকো জালিমেরা সর্ব জুলুমে অন্ধ
ফেলিতেছে বোমা, করিতেছে গুলি, গ্রেনেডের শব্দ,
অনিলে ভাঁসিতেছে মজলুমের আর্তনাদ
বিশ্বমোড়লদের দ্বিনেত্র আজি বন্ধ।

গাজাবাসীদের আলয়সমূহ করিয়াছে চূর্ণ-বিচূর্ণ
নিযুত নিযুত মনুষ্যের খাব্, হইয়াছে ধূলিসাৎ,
ধরাতলের নিম্নে নিথর দেহের কতলগাহের গাদা!
সাক্ষী এ কুল-মাখলুক,
অত্যাচারীকে করেনা ইতিহাস কখনো ক্ষমা।

মজলুমের তরে মোর বক্ষে প্লাবন
বেদনায় কাঁদে মন, বেয়ে যায় অশ্রুজল,
হে রহমান!
শহিদদের দেন ফিরদাউস, কুদসে দেন হাতিয়ার
তাকবীরের ধ্বনি গর্জে উঠুক, নি:শেষ হইয়া যাক-
হায়েনা দাজ্জাল।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT