• আজ- শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

পার পাবেনা জালিম গোষ্ঠী

এম ডি জারজিজ হাসান (রাজ) / ৩৬৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩

add 1

এম ডি জারজিজ হাসান (রাজ)

দেখছো যেসব দু চোখ মেলে মিথ্যায় ভরা সবি,
সত্য বলাতে অপরাধের কাঠগড়ায় হয় উপনীত নিরাপরাধ কত কবি।
সত্য বলাতে হয় বিদ্রোহী
হয় নির্মমতার শিকার,
অকালে হারায় প্রাণ বুলেটের আঘাতে
নয়তোবা নিক্ষিপ্ত হয় নির্বিচারে অন্ধকার ঐ কারাগার।

পারবেনা কভু রুখতে তাদের
দিনের পর দিন করছে যারা লুট গড়ছে
সম্পদের সমারোহ,
রুখতে যে যায় হয় আততায়ী
রাত না পোহাতেই কাটাতারে ঝোলে
ক্ষত বিক্ষত তার মর দেহ।

এভাবেই চলবে দিন
কেটে যাবে বহু বছর,
যতদিন না বিপ্লবী বীরের
মিলবে না কোনো খবর।

যত দিন না উদিত হবে এ যুগের নজরুল
রাষ্ট্র কাপাবে বিদ্রোহী হুংকারে,
তত দিন সবে থাকবে এভাবে
জালিমের গড়া কারাগারে।

আবার আসবে যেদিন
শেখ মুজিবের মতো তেজস্বী আত্মা
মুক্তির দিপ্ত বানীর পাত্র নিয়ে
বজ্রকন্ঠে করবে আহবান সংগ্রামী মিছিলে,
হবে ক্রুদ্ধ আবার লাঞ্চিত জনতা,
পার পাবেনা সেদিন যতই ক্ষমতা দেখাও
নিরুপায় হয়ে জ্বলতে হবে
লাঞ্চিত জনতার দ্রোহের অনলে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৯:১৩)
  • ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৬ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT