কেমন যুগে এসেছি রে ভাই
কত রঙের বেশ,
লজ্জা শরম নাই যে এখন
সমাজ হচ্ছে শেষ।
ফেইসবুকে আর টিকটকে
করছে মজা খুব,
অবুজ হয়ে প্রেম সাগরে
দিচ্ছে দেখি ডুব।
উগ্র সাজে হয়তো বাজে
মনে খুশির ঠাঁই,
ব্যক্তিত্বটা অনেক বড়
রক্ষা করা চাই।
ভিন্ন এসব নারী পুরুষ
কিছু সংখ্যক হয়,
এরা জাতির লজ্জা বাড়ায়
সমাজ করছে ক্ষয়।
যুবক সমাজ সাবধান হয়ে
থাকো অনেক দুর,
মনের ভুলে জীবন দুলে
বাজবে করুন সুর।