মানব ভয়ে লুকিয়ে থাকো
নিজেকে রাখো গোপনে,
পেট্টা ভরে খাবে রে তুমি
বোরকা পড়া দোকানে।
আর বাহানা করবে তুমি
অসুখে মোরে ছাড়ে না,
সুস্থ হলে রাখবো রোজা
মিথ্যা নয় একআনা।
সিয়াম এলে বোরকা পড়ে
মোদের দেশে দোকানে,
নামাজ রোজার খবর নাই
গীবত করে সেখানে।
সময় বেশি নাইরে ভাই
একটু ভেবে দেখে না,
এই ধরাতে কয়টা দিন
মরণটা কে ভাবো না।