আমি ছিলাম এই-না- ধরিত্রীর বুকে
আদি থেকে অন্তে, অগ্র পশ্চাতে...
আমি আজও আছি আমিই থাকবো চিরদিন
সমগ্র বিশ্বে অদৃশ্য হয়ে কিম্বা দৃশ্যে
যত অসহায়, দু:স্থ, অত্যাচারিত, নির্যাতিত
নিপিড়ীত, মজলুম বঞ্চিতের সাথে।
আমি সুখ শান্তির ছায়া হয়ে মায়া দেবো ওদের
কায়া রূপে রইবো ওদের পাশে,
ওদেরকে ভালোবেসে ওদের সাথেই মিশে
হয়ে হতদরিদ্রদের বন্ধু পরম,
আমি কোমল মনের কবি হলেও যে তেজস্বী
একদিন জানবে তা- বিশ্ববাসী
আমি যত দুষ্টু নির্দয় জালেম শোষকদের জন্য
এক ভীতি ত্রাসময়ী যম।
কলমের গর্জনে শোষণ করা শাসকের প্রাসাদ ভেঙ্গে
চূর্ণবিচূর্ণ লন্ড ভন্ড করা
আমি এক জ্বলন্ত ছারখার করা ভয়ংকর বোম,
আমি যদিও শিথিল তবু কোন অন্যায় জুলুম অপরাধ দেখলে
মুহূর্তেই হয় রক্ত গরম।।
মুগ্ধ ঘ্রাণ বিলানো আমি কখনো পুষ্প সম নরম
কখনো বা-ইস্পাতের মত কঠিন,
ঘূনে ধরা অসাম্যের এ সমাজে পরিবর্তন আনতে
ভেদাভেদ যতো সাদৃশ্য ভাঙ্গতে
আমি সাম্যের বৈঠা হাতে ঐক্য পাল তুলি তাতে
মনুষ্য বিবেক ফিরে আসে যাতে
উঁচু নিচুর বৈষম্যের সকল ভেদাভেদ করিতে চূর্ণ
আমিই বাজাই মহা প্লাবন মহা প্রলয়ের
অনাকাঙ্ক্ষিত ধংসাত্মক বীণ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com