আজও আমি তোমার শুভ
জন্মদিন ভুলি নাই,
মনের সুখে’ করি যে পালন
ভুলবো না-তো সই।
জন্মদিনে ঐ গোধুলি রাতে
আমি একা বসে,
রাত্রক্ষণ কাটাই আমি শুধু
অক্ষুর জলে ভেসে।
মোমবাতি জ্বালিয়ে একাই
কেক কাটি বসে,
তখনই তোমার স্মৃতিগুলো
নয়ন মাঝে ভাসে।
দিনের শেষে সন্ধ্যা বেলায়
মোমবাতি জ্বালিয়ে,
করি পালন একা জন্মদিন
স্মৃতি নিয়ে হৃদয়ে।
চলে গেছ তুমি ব্যথা দিয়ে
আমার এই অন্তরে,
তোমার কথা যে মনে পড়ে
মনের ছোট বন্দরে।
মনের খাঁচায় আজও যেন
তোমায় করি লালম,
সারাজীবন করবোই আমি
জন্মদিন যেন পালন।
তুমি তো এখন ভুলে গেছ
প্রেমময় যে আমায়,
আমি ভুলতেই পারিনি সই
আজও যে তোমায়।