আগ্রহের গভীরে হ্রদের সীমানাজুড়ে প্রাক্তন উপস্থিত
জড়িয়ে আছে বর্তমান,সামনের ভবিষ্যৎ, পেরিয়ে অতীত।
দিক-বিধিক তৃষ্ণায় রোদের গায়ে আষাঢ়ের স্তুপ
ঝিঁঝির বৃষ্টিতে মাটি শুকনো ব্যাঙের গোধুলির প্রকোপ।
আষাঢ় পেরিয়ে রোদে ভিজিয়ে গেছে মাটি
তালে মাতাল বৃষ্টি! তুফানে হালকা ত্রুটি।
ঊর্ধ্বতন ধারায় ইতিহাসের ঐতিহ্য সম্বলিত বুলেট
সমুদ্রে পড়েনি বৃষ্টির আর্কষন!
পড়তে পারেনি গাছের ছায়াও!
আমি গিয়েছি ; ছড়িয়ে ছিটিয়ে বসেছি ;শুয়েছি!
আমি আমার স্থলে পৌঁছাতে সক্ষম হয়েছি।
ঢেউ তুলে! হৃদকম্পনে পানির আওয়াজ পাওয়া যাচ্ছে।
সমুদ্র কান্না করছে ঢেউয়ে ঢেউয়ে!
চারপাশে নিস্তব্ধতা ; পানির অবাধ্যতা ; ছায়ায় ঠান্ডা শীতলতা।
আমি যাব তোমার স্থলে!
ভেঙ্গে ফেলবো গুঁড়িয়ে দিব মশাল ;
ঢেউয়ের তালে পানি মাতাল।