ধাপুর ধুপুর ঢেঁকি শব্দ
ছিলো ঘরে ঘরে
আগের দিনে ধান ভানত
কত কষ্ট করে।
ঢেঁকি ছাটা চাল ছিলো
কতো পুষ্টিকর
দুধ ভরা বাটি ছিলো
ছিলো গোয়ালঘর।
ঢেঁকি নাই ছন্দ নাই
সবাই এখন স্মৃতি
মানুষরূপী অমানুষের
নেই সম্প্রীতি।
ঢেঁকি নাকি স্বর্গে গিয়ে
ঠিকই ভারা ভানে
প্রবাদবাক্যে প্রচলিত
শুনি গানে গানে।