পৃথিবীর আপাদমস্তক মজলুমের রক্তে রঞ্জিত
সাম্যের কবি ভক্ত জনতা,
শান্তিকামী সাধারণ মানুষেরা লাঞ্ছিত বঞ্চিত।
আজ পবিত্র ভূমিতে দখলদার বর্বর জাতির নিবাস
নিষ্পাপ শিশুরা রক্তাক্ত, তাতে নক্তান্ধ জাতির নিঃশ্বাস।
ওরা খোদাদ্রোহি, ওরা শয়তানের অংশ।
আমি চাই ওদের চিরকাল ধ্বংস ধ্বংস ধ্বংস।
শক্তি হতে মুক্তি মিলে
এই সুন্দর পৃথিবীকে অসুন্দর, অশান্তি, জুলুম, নির্যাতন থেকে মুক্ত করতে মানুষের জন্ম।
অথচ ওরা
সুন্দর পৃথিবী কে করেছে অশুভ করেছে অশান্তিময় হিংসা-বিদ্বেষ খোদাদ্রোহির সাথে ধরেছে অংশ।
আমি চাই ওদের চিরকাল ধ্বংস ধ্বংস ধ্বংস।
জেগে ওঠো
জেগে ওঠো বিদ্রোহী নজরুল ভক্ত
খলিফাতুল মুসলিম উমরধারী যুবক।
বঞ্চিত মানুষ ধর হাত । হও সহিংস্র।
আমি চাই ওদের চিরকাল ধ্বংস ধ্বংস ধ্বংস।
জেগে ওঠো
জেগে ওঠো কৃষক শ্রমিক কামার কুমোর কুলি মজুর।
দেখো কালো ছায়ায় ভরপুর ছোট্ট এ বঙ্গ।
অধিকার নিতে কারো প্রতিবাদ। সংগ হও সহিংস।
আমি চাই যদি চিরকাল ধ্বংস ধ্বংস ধ্বংস।
জেগে ওঠো…
জেগে ওঠো নব প্রজন্ম, সর্বছাত্র জনতা,
ক্ষণ সময়ের জন্য হাতে নাও অস্ত্র
শান্তি সাম্যের জন্য হও সহিংস।
আমি চাই ওদের চিরকাল ধ্বংস ধ্বংস ধ্বংস।
জেগে ওঠো
সর্বজনে রণবীর বেশে, অন্যায় ঘুচে সর্ব ক্ষমতার আনো, ন্যায়ের হস্তে মুক্ত বাংলা লিখিব ওদের কায়া রক্তে
ওরা বাংলার বুকে গড়েছে ইবলিশ বংশ।
আমি চাই ওদের চিরকাল ধ্বংস ধ্বংস ধ্বংস।