আওয়াজ তোলো শেষ বারের মতো তীব্র প্রতিবাদের,
জেগে জেগে স্বপ্ন দেখে
সবাই ঘুমিয়ে এখন,
জেগে ওঠো আর একবার,
এখনো সূর্য অস্ত যায়নি,
ভয় কি তোমার?
ক্ষিপ্র গতিতে সূর্য দেয় মন্ত্রনা
জ্বলে উঠতে তোমার,
ঘুমিয়ে কেন?
জেগে ওঠো আর একবার,
অন্যায় ,অত্যাচার, অনাচার, অবিচারের বিরুদ্ধে,
শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে,
অধিকার আদায়ের এইতো সময়,
আওয়াজ তোলো,
সংগ্রাম করো বীরের মতো,
জেগে ওঠো আর একবার।