এই ব্যস্ত শহরে ন্যস্ত সবাই
ধুলোবালি দালানকোঠার ভিড়ে।
গণতন্ত্র নিয়ে উদগ্রীব জনতা কোণঠাসা স্নায়ু কলে।
কেমন করে সুস্থ শরীরে ফিরবো আপন নীড়ে?
প্রশ্ন জাগে মনে?
চারিদিকে হৈ হুল্লোড় জনগণের কোলাহল
গণতন্ত্রের অধিকার আদায়ের তাগিদে
বাঁচা মরার খেলায় রাজপথে
মেতেছে বঞ্চিত জনতার ঢল।
দাবির ট্রিগারে হাত মুড়িয়ে বুলি করে জনতা
দিতে হবে স্বীকারোক্তি,দাবি কোণঠাসা জনতার।
গণতন্ত্রের নামে বার বার কেনো ক্ষমতার অপব্যবহার
লাঞ্ছিত আর বঞ্চিত কেনো হতভাগা জনতার অধিকার।
প্রশ্ন জাগে মনে?
কেনো সফলতার বাজারে পুঁজি করে
কোটায় হবে দাম কষাকষি?
লাঞ্চিত আর বঞ্চিত কেনো সাধারণ চাকরির প্রার্থী?
যোগ্যতাহীন প্রার্থী দলীয় নামে কেনো মিছে ভালোবাসা বাসি?
অধিকার আদায়ের সংগ্রামে উৎসাহিত জনতা
বন্দুকের টুটি বেঁকিয়ে মেতেছে জনতার ঢল।
অধিকার আদায় হবে বিচ্যুতি হবে সকল পরাধীনতার ক্ষমতা।