চাষি ভাই ধান বুনে যা
ক্ষণে তুই পান বুনে যা
চাষাবাদ কর মনোযোগ দিয়ে।
লাখো চোখ তোদের দিকে
অপলক চেয়ে থাকে
ক্ষুধাতুর খালি পেটটা নিয়ে।
থাকুক তার টাকা কড়ি
পাচকের পাকের হাড়ি
ভরে তোর ফলানো ফসলে।
কেউ কেনে গাড়ি বাড়ি
ক্ষণে দেয় আকাশ পাড়ি
পেট সুস্থ একটু খাবার পেলে।
যে যত সম্মানি হোক
তোর কাছে ঋণী সব লোক
তোর সেবার তুল্য কি আর আছে ?