গ্রন্থমেলা প্রাণের মেলা
মনে জাগায় হরষ,
স্টলে ঘুরে পাঠকে পান
নতুন বইয়ের পরশ।
নতুন প্রচ্ছদে নানান বই
দেখতে লাগে বেশ,
যতই পাঠক দেখেন বই
কাটে না মনের রেশ।
লেখক বই রচনা করে
পান অতিশয় সুখ,
পাঠক যখন বইটি কেনে
গর্বে ভরে বুক।
খোকা খুকু নানান সাজে
ঘোরে বইয়ের স্টলে,
শিশুতোষ বই কেনে তারা
মনের মতো হলে।
মাসব্যাপী বেচাকেনার পর
গ্রন্থমেলা শেষ হয়,
মেলার সুখের স্মৃতি সতত
মনের মাঝে রয়।