ঢাকার পাশেই পূর্বাচলে
জমেছে এক মেলা,
দেশ-বিদেশের নানা স্টলে
হরেক পণ্যের খেলা।
খুকির বায়না মেলায় যাবে
করছে পীড়াপীড়ি,
ঘুরে ঘুরে দেখবে সবই
কিনবে রঙিন চুড়ি।
ভাইয়ের জন্য কালো রঙের
কিনবে খেলনা গাড়ি,
চটপটি আর ফুসকা খেয়ে
ফিরবে নাকি বাড়ি।
মায়ের জন্য আনবে একখান
সবুজ পাড়ের শাড়ি,
ক্রোকারিজের দোকান থেকে
আরও কিনবে হাড়ি।