মৃত্যু যেদিন হঠাৎ করে
মন তোর করবে অলিঙ্গন,
সেদিন, কোথায় রবে তোর
এইসব লোক বল?
সেদিন, কোথায় রবে তোর
অস্ত্র, দল বল?
বল তোর, কোথায় রবে সম্পদ
এইসব বাড়ি গাড়ি…
কোথায় রবে তোর ধন জন?
আজ, যার আদেশে তুই
উঠিস বোসিস,
আজ, প্রাণের চেয়েও যাকে
ভালো বাসিস।
সেও তোকে ভুলে যাবে
ওরে অবুঝ মন…
তোর, উঠবে যেদিন দেহে
সাদা কাফন।
ও তুই, চোখের পলকে হবি
কবর বাসি,
সেথায়, রবেনে বন্ধু বান্ধব
দাস দাসী।
ও তুই, কিসের রাজা তোর
কিসের রাজত্ব?
তুই, ওপারের বাসিন্দা হবি
করলে দাফন।
তোর, আপন হবে শুধু তখন
কর্মের ফল,
সেদিন, কর্মে মিলবে জান্নাত
দোযখের অনল।
একটু, চোখ বুজে দেখ তুই
সবি অন্ধকার
শুধু, মিথ্যে মায়াতে আজ
দেখিস স্বপন।