• আজ- শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

কালিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লেখক : / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

add 1

কালিগঞ্জ প্রতিনিধি: কা‌লিগ‌ঞ্জে ২০০৬ সা‌লের ২৮ অ‌ক্টোবর ল‌গি বৈঠ‌ার তান্ড‌বে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ অক্টোবর) বি‌কে‌লে শহীদ আলী মোস্তফা চত্ত্বর সংলগ্নের মুক্তমঞ্চের সমাবেশে উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওঃ কাজী মুজা‌হিদুল আলম, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মোশার‌রফ হুসাইন, সহ সেক্রেটারী মাওঃ আ‌নোয়ারুল ইসলাম, মাওঃ নুরুজ্জামান হাবীবী, জামায়া‌তে ইসলামী উপ‌জেলা শাখার কর্মপ‌রিষদ সদস‌্য অধ‌্যক্ষ আবু রা‌সেল আসকারী, মাস্টার সালাউ‌দ্দিন, অধ‌্যাপক ড. মিজানুর রহমান, মাস্টার ইউসুফ আলী, মৌতলা ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাস্টার নুরুল হক, চাম্পাফুল ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাওঃ নুরুল ইসলাম, দ‌ক্ষিণ শ্রীপর ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাওঃ রওশান আলী, নলতা ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাস্টার আকবার হুসাইন, রতনপুর ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাওঃ আ‌জিজুর রহমান, কৃষ্ণনগর ইউ‌নিয়ন শাখার আমীর ইব্রা‌হিম বাহারী, ডাঃ আ‌জিজুল ইসলাম, উপ‌জেলা ছাত্র শি‌বি‌রে সা‌বেক সভাপ‌তি আনছার আলী, সা‌বেক শি‌বির নেতা জামাল ফারুক, ছাত্র শি‌বির পূর্ব আদর্শ শাখার সভাপ‌তি আজহারুল ইসলাম, ছাত্র শি‌বির প‌শ্চিম আদর্শ শাখার সভাপ‌তি র‌বিউল ইসলাম, ছাত্র শি‌বির উত্তর সাথী শাখার সে‌ক্রেটারী না‌সিব বিন মারুফ, শহীদ মোস্তফা আরিফুজ্জামানের পিতা আফতাব উদ্দিন, শহীদ আলী মোস্তফার পিতা শাহা সিদ্দিক প্রমুখ।

স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা জামায়া‌তে না‌য়ে‌বে আ‌মির মাওঃ লিয়াকত আলী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে জামায়াত ইসলামী, জামায়াতের যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হয়। হাজার হাজার নেতাকর্মী সু শৃঙ্খলা ভাবে যথাসময়ে উপস্থিত হন এবং নিজ নিজ এলাকায় পৌছান।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT