এলো ঈদ গাঁয়ে, বাবলার ছায়ে
শহরেও এলো ঈদ লাল জামা গায়।
ঈদ এলো বাগিচায় ঘরদোর আঙ্গিনায়
নৌকার পালে এলো, হৃদয়ের সীমানায়।
প্রিয় কবির কবিতায় শিল্পীর ছবিটায়
তাই দেখে হেসে দিলো শাবানা ও ববিতায়।
বাবুদের চশমায় হাতঘড়ি ফিতাতে
বন্ধুর আড্ডায় সখী আর মিতাতে।
দীদা ম্যামের কথাতে রাখালিয়া বাঁশিতে
ফুলেরই বনে এলো কোকিলারা হাসি দে।
এলো সে যে বস্তিতে, কলরব স্বস্থিতে
বিপণন, বাজারে, রক্ত ও অস্থিতে।
ঈদগাহে এলো ঈদ, মনে বাজে প্রীতিগীত
বুকে টানে কতো লোক, ভুলে যায় ঘোর অতীত।