দুই দিনের এই দুনিয়ায়
মিছে আসা যাওয়া,
শূন্য খাঁচার শূন্য পাখি
নেই কিছু ই পাওয়া।
বেঁচে থাকতে সবাই যে
জড়ায় মোহ মায়ায়,
সুখ নামের দুখের তরী
সবার আছে ছায়ায়।
মাটির ঘরে মাটির দেহ
একদিন মিশে যাবে,
শূন্য খাঁচায় একা পাখি
একাই যে পড়ে রবে।
মাটির দেহ মাটি খাবে
নেই কারো নিস্তার,
শেষ সময়ে হবে শুরু
পাপ পূর্ণ্যের বিচার।
মাটির দেহ মাটির ঘরে
খাবে পোকা মাকড়,
দুনিয়ায় ছিল তোমার
বেশ খানিক চাকর।
নাই বিছানা নাই বাড়ি
নাই কোনো খাওয়া,
নাই তোমার ইচ্ছেমতো
যেথা সেথা যাওয়া।
সর্বক্ষণ সারাটা জীবন
রইবে তুমি শোয়া।
বাবা-মা সন্তান আত্বীয়
করবে শুধু ই দোয়া।