আকাশ পানে চাঁদ উঠেছে
ঈদ এলো’রে ভাই,
বছর ঘোরে রোজা এলে
এই আনন্দ টা পাই।
চারদিকে ঈদের আমেজ
নতুন কেনাকাটা,
শপিং মলে ভীড় জমেছে
যায় না যে ভাই হাঁটা।
রোজার শেষে খুশি এলো
বাঁকা চাঁদের হাসি,
হিংসা বিদ্বেষ ভুলে যেন
সুখ রাশি রাশি।
ঈদের খুশি বিলিয়ে দিও
এতিম দু:খীর মাঝে,
তাদের ওযে ইচ্ছে করে
ঈদের আনন্দে সাজে।