ইচ্ছে ডানা উড়িয়ে আমি
ঘুরতে যাবো দূরে,
আকাশপানে তাকিয়ে দেখি
স্বপ্নেরা যায় উড়ে!
ঘুরতে চাই ইচ্ছে মাফিক
মেঘ পরীর সাথে,
তারার সাথে মিটমিটিয়ে
উছল আলো রাতে!
ঘাসফড়িং তিড়িং বিড়িং
কাছে ভীষণ টানে,
মনের কথা বলে দিলাম
তাদের কানে কানে।
ইচ্ছে আমার দূর গগনে
শুভ্র ভেলায় ভেসে,
দিগ্বিদিক ছুটবো রোজই
খিলখিলিয়ে হেসে!
সখটা যদি মিটে আমার
হবোই প্রজাপতি,
বিশ্ব জগৎ দেখবো ঘুরে
কিসের এতো ক্ষতি?
পাখনা মেলে হেলে-দুলে
পরীর দেশে যাবো,
ইচ্ছে হলেই নীল আকাশে
ঢেউয়ে খাবি খাবো!
পাল উড়িয়ে তাল ঘুরিয়ে
সুনীল সমুদ্দুরে,
আবার আমি আসবো ফিরে
পাখি কূজন ভোরে!
ঘুরেফিরে আপন নীড়েই
থাকি নিজের ঘর,
ছাউনি সবুজ মায়া ঘেরা
নিপুণ মনোহর!