মাঠে মাঠে সোনার ফসল
দেখতে দারুণ বেশ,
পাখপাখালির কিচিরমিচির
এটাই আমার দেশ।
রাখাল ছেলে গরু চরায়
ঘুরে বেড়ায় বেশ,
নদী-নালা খাল-বিল যে
আমার বাংলাদেশ।
আঁকা বাঁকা মেঠো পথে
উড়ে নারীর কেশ,
পদ্ম ফোটে বিলে ঝিলে
এটাই বাংলাদেশ।
ফুলে ফলের ছড়াছড়ি
দেখে পরান শেষ,
হাজার হাজার পিঠার রূপ
আমার বাংলাদেশ।