মিছরির ছুরি ভায়া
নয় লিপ কিস;
খাইলে ঠোঁট কাটা
না খাইলেই মিস!
কর্তার ফাঁকা বুলি
মন্ত্রে মুগ্ধ গণ
বেবি পিঙ্ক হাওয়াই মিঠাই
গণজাগরণ!
ক তে কলম
খ তে খই
ব তে বিদ্যুৎ
দন্ত্য ন তে নাই।
গিন্নী মায়ের মাথা গরম
অ তিথিতে অতিথি
তেল কম বেগুনীর
মিষ্টি কুমড়া গেল কই?
ডলার বাপু বুঝিনা
আমরিকা যাবো না
স্বদেশের মাটিতেই
এশিয়ায় আছি না!
চাল ডালে খিঁচুড়ি ঝোল
গরু ছাগল খুঁজি না
সাধ্যের মধ্যে মধ্যবিত্ত
গরীবের হক মাইরো না।
আবার যাবো মাঠে ফিরে
জীবন চাই না চাকর+ইর
নয়া ভোরে নিশ্চিত হোক
মাছ-ভাত বাঙালির।