স্টার লাইনের জানালা খুলি
এমুই হিমুই রেনি
এইত্তো আইয়ের রয়েল ডিস্টিক
আন্ডা টাউন হেনি।
আ হায়রে হেনির আসমান
কি সুন্দর নীল
হেনির বাতাস টাইনলে বুকে
ঠান্ডা যে অয় দিল।
কইরে আর রাজাইল দীঘি
কইরে বিজয় সিং
হেনির কথা মনে হইড়লে
বুকে করেত চিন।
হেনির ডাবে ঠান্ডা হরান
কিয়ের কোকাকোলা
হেনির দরদ বুইঝবো কে আর
বুইঝবো হেনির হোলা।
হেনি আন্ডা এইচ্ছা আপন
যেইচ্ছা আপন মায়
হেনি ছাড়ি বাইরে গেলে
কইলজা খব-খরায়।
শরীর থাকে আমেরিকা
ফেরান্স সিঙ্গাপুরে
হেনি জেলার কোনায় কোনায়
মন যে খালি ঘুরে।
ঢাকায় থাকি ক্যালেন্ডারের
হাতায় থাকি রেনি
কন সময়ে দেখমু আবার
আঁর হরানের হেনি।