আঁধারের অন্তরে ঘুমায় প্রদীপ্ত আলোর জ্যোতি
আন্ধকার করটিতে সহাস্যে ছড়ায় দ্যুতি।
আলো সে তো আগুনের ছায়া
কোথায় তার স্বাতন্ত্র কায়া?
আগুন নিভে গেলেই
আপন অস্তিত্ব হারায় আলো
স্বরূপে বিরাজ করে নিকষ আঁধার কালো।
আলোর প্রখরতায় দৃষ্টি পায় সৃষ্টি
আঁধারের প্রগাঢ়তায় সৃষ্টি দেখে দৃষ্টি।
কখন হয়েছে শুরু সময় কখন হয়ে যাবে শেষ
স্বহস্তে রয়েছে যার সময়ের রাশ তিনিই জানেন বেশ
যখন সময় হয়ে যাবে ক্ষয়।
সময় ব্যতীত রবে কতটা সময়?
এই মহাশূন্য এক মহাবিস্ময়
সে দিনও শূন্য রবে যেই দিন হয়ে যাবে ক্ষয়।
এই মহাজাগতিক বিশ্বে যা কিছু গড়েছেন ঈশ্বর
সবই তার নশ্বর
সময়, আঁধার আর মহাশূন্যই অবিনশ্বর।