চাঁদের জ্যোৎস্নার রুপ যে তোমার
কৃষ্ণচূড়ার ফুল!
তাইতো তোমায় ভালবেসে
করি নাই তো ভুল।
মেঘের সমান চুল যে তোমার
সূর্যমুখীর হাসি!
টোল পড়া ঐ মিষ্টি হাসি
বড্ড ভালোবাসি।
লজ্জাবতী ফুলের মত
তোমার দুটি চোখ!
চোখের দিকে চোখ পড়িলে
লজ্জা পাও খুব।
অভিমানগুলো পুষ্পের মতো
যখন যায় ভরে!
পদ্ম ফুলের ঐ রুপেতে
মনটা যায় ভরে।
পাহাড় সমান দুঃখ যখন
এক সমুদ্র ধৈর্য!
কদম ফুলের মতোই তোমায়
দুঃখের সৌন্দর্য।
বকুল ফুলের মত যখন
দুঃখ ঝড়ে যায়!
শিমুল ফুলের মতোই তোমায়
হাসতে শোভা পায়।
সূর্যমুখী হাসে যেমন
সূর্যের আলোর দিকে!
তুমিও হাসবে প্রিয়
অনুভূতির কাছে।