নিজের মাঝে নিজেকে দেখি
অন্য এক আমি।
সংবেদনের আঙিনায় সময় চুমে যায় মম মনভূমি।
কুল ভাঙ্গা নদীর মতো আপনারে ভাঙ্গি আর গড়ি
কালের চক্রে বদলে যাওয়া আমিকে খুঁজে ফিরি।
সেথা হ’তে আসি ফিরে নয়ন নীরে-
যা’ কিছু হারালাম, তা আর কখনো পাবোনা ফিরে।
যা পেলাম
তা যায়না কেনা কোন মূল্য দিয়ে।
সময়ের কাছে ঋণী হলাম।
হারানোর বেদনা ভুলে গিয়ে।
যে দিকে তাকাই
মুগ্ধতার অপার বিস্ময়ে সব ভুলে যাই।
আসলে আমার বলে কিছু নাই।
এর চেয়ে কঠিন কোন সত্য চলার পথে খুঁজে না পাই।